18 C
আবহাওয়া
১:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » মাইজভাণ্ডার দরবারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

মাইজভাণ্ডার দরবারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

মাইজভাণ্ডার দরবারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (১৮ জানুয়ারি) সকালে দরবারে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রধান বিচারপতি এ সময় হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.), হযরত সৈয়দ গোলামুর রহমাান মাইজভাণ্ডারী (ক.),হযরত সৈয়দ আবুল বসর মাইজভাণ্ডারী (ক.),হযরত সৈযদ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.),হযরত সৈয়দ মঈনুদ্দিন মাইজভাণ্ডারীর (ক.) মাজার শরীফ জেয়ারত করেন।

জিয়ারত শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হলো মাইজভাণ্ডার দরবার শরীফ। এখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। ধর্মে-কর্মে নেই কোনো বিভেদ। প্রতিদিন সকল ধর্মের মিলনমেলা বসে এখানে। এই অভূতপূর্ব সম্প্রীতি আর কোথাও আছে বলে আমার জানা নাই।’

প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আজিজ আহমেদ ভূঞা, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ প্রমুখ

এ সময় উপস্থিত ছিলেন হযরত সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী, হযরত সৈয়দ শহিদুল হক মাইজভাণ্ডারী, হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী,হযরত সৈয়দ সাইফুদ্দিন মাইজভাণ্ডারী, হযরত সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, হযরত সৈয়দ ফরহাদ মাইজভাণ্ডারী, হযরত এডভোকেট সৈয়দ মিফতাহ নুর মাইজভাণ্ডারী প্রমুখ।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ