বিএনএ, চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ে সিজিপিওয়াই হতে রেলের গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় রেলের মালামাল সহ দুই কর্মচারী আটক করে নৌবাহিনীর একটি টহল দল।
রেলওয়ে কর্মচারীদের একাধিক সূত্রে জানা যায়, শুক্রবার ১৭-০১-২০২৫ সকাল ৭ঘটিকায় এসএসএই/পথ, সিজিডি মোঃ জিয়াউল হাসান এর আওতাধীন রেলওয়ের কী-ম্যান/সিজিডি-২ এ কর্মরত আব্দুল আহাদ ওঅস্থায়ী গেইট ম্যান শিপনকে রেল লাইনে ব্যবহৃত ১১ (এগারো) টি চেক বোল্ট এবং ৪৮ (আট চল্লিশ) টি চেক ব্লক যাহার ওজন আনুমানিক ১০০ (একশত) কেজি অবৈধভাবে ভ্যানগাড়ীর মাধ্যমে পাচারের সময় আটক করে নৌবাহিনীর একটি টহল।
আটকের পর তাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী (সিজিপিওয়াই) তে প্রেরন করা হয়।আটক কৃত আহাদ ও শিপন চুরির ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করে। তবে রেলকর্মচারীদের অভিযোগ চোরাকারবারিরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় আশ্রয় নিয়ে ইতিপূর্বেও বেশ কিছু ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে।বর্তমানেও তারা দল পাল্টে একইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ঘটনার একদিন পার হল এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ লক্ষ্য করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর আবু সুফিয়ান ভুইয়া জানান, রেলের মালামাল চুরির সময় মালামাল সহ দুজন কর্মচারীকে আটক করে নিরাপত্তা বাহিনীর চৌকিতে বুঝিয়ে দিয়ে যায়।পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে এসএসএই পথ রিটন চাকমার নিকট উদ্ধারকৃত মালামাল ও দুজন কর্মচারীকে বুঝিয়ে দেওয়া হয়।
এবিষয়ে রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (সিজিড/চট্টগ্রাম) মোঃ আমির হোসেন জানান, বিষয়টি সম্পর্কে আমরা শুনেছি।কর্মদিবস বন্ধ থাকায় কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী