18 C
আবহাওয়া
১:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » হাসান আরিফ বেঁচে থাকলে চট্টগ্রাম হতো দেশের অন্যতম পর্যটন নগরী

হাসান আরিফ বেঁচে থাকলে চট্টগ্রাম হতো দেশের অন্যতম পর্যটন নগরী

হাসান আরিফ বেঁচে থাকলে চট্টগ্রাম হতো দেশের অন্যতম পর্যটন নগরী

বিএনএ, চট্টগ্রাম: অন্তবর্তীকালীন সরকারের মাননীয় ভুমি, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উপদেষ্টা প্রয়াত এ.এফ হাসান আরিফের স্মরণে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মাঠে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মাঠে সাবেক সিটি মেয়র ও সাবেক এমপি আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মরহুম হাসান আরিফের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, হাসান আরিফ বেঁচে থাকলে চট্টগ্রাম হত দেশের অন্যতম পর্যটন নগরী। তিনি আরো বলেন, হাসান আরিফ স্যার না হলে হয়তো আজকে আমি মেয়র হিসেবে বসতে পারতাম না। পদে পদে আমার ফাইল আটকে যাওয়ার পর উপদেষ্টা হাসান আরিফ স্যারই প্রধান উপদেষ্টার কাছে আমার ফাইল নিয়ে যান। এসময় তিনি বলেছিলেন “শাহাদাতকে আমার লাগবে” এর পরই সিটি মেয়র হিসেবে আমার শপথ অনেকটা সহজ হয়।

শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে বাঁশখালী উপজেলার বৈলছড়িতে বাঁশখালী গার্লস কলেজ মাঠে খানবাহাদুর ফাউন্ডেশন আয়োজিত সদ্য প্রয়াত অন্তবর্তীকালীন সরকারের ভূমি, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফ স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

মেয়র আরো বলেন, হাসান আরিফ স্যারের সাথে আমার পরিচয় বেশিদিনের নয়। বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী হিসেবে আমি স্যার কে চিনতাম। স্যার অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি জীবিত থাকলে চট্টগ্রাম হতো দেশের অন্যতম পর্যটন নগরী। হাসান আরিফ স্যার না থাকলে আজকে আমি মেয়র হতে পারতাম না।

স্মরণ সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জামশেদুল আলম, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, খ্যাতিমান চিকিৎসক ডা. সৈয়দ মেজবাহুল হক, প্রয়াত হাসান আরিফের ছেলে এডভোকেট মুয়াজ আরিফ, হাসান আরিফের ব্যক্তিগত সহকারী এডভোকেট মো. আদীব চৌধুরী, প্রবীণ বিএনপি নেতা শাখাওয়াত জামাল দুলাল।

উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সাবেক জেলা পিপি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক মাস্টার লোকমান আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়ার সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ বাঁশখালী গার্লস কলেজের অধ্যক্ষ প্রফেসর জমির উদ্দীন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, বিএনপি নেতা ফজলুল কাদের, বিএনপি নেতা দেলোয়ার আজিম, ইউনিয়ন ব্যাংক বাঁশখালীর প্রেমবাজার শাখার ম্যানেজার মোরশেদুল আলম, এডভোকেট মো.ফিরোজ, বিএনপি নেতা আব্দুল ওয়াহাব চৌধুরী, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী,সিনিয়র সহ সভাপতি মুহিব্বুল্লাহ ছানুবী, সহ সভাপতি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, সেক্রেটারী আবদুল মতলব কালু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মুহাম্মদ দিদার হোসাইন, দপ্তর সম্পাদক মোহাম্মদ এরশাদ, দ.জেলা ছাত্রদল নেতা মো. মারুফ, বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন, মো. ওয়াহিদুল ইসলাম, মোতাহেরুল ইসলাম প্রমূখ।

সভাপতির বক্তব্যে চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও সাবেক এমপি আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, হাসান আরিফ আমার প্রিয় একজন বন্ধু ছিলেন। তাকে দিয়ে বাঁশখালীর অনেক উন্নয়ন করেছি। বাঁশখালী এবং বাঁশখালীর মানুষের প্রতি তার ভালোবাসা ছিলো অগাধ, বাঁশখালীর বহু মানুষের উপকার করেছেন তিনি, আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ