বিএনএ, বিশ্বডেস্ক : ইরানে সুপ্রিম কোর্ট ভবনের সামনে আততায়ীর গুলিতে দুই বিচারপতি নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানী তেহরানেএ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলী রাজিনি ও মোহাম্মদ মগিসেহ। তারা ‘জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবিরোধী অপরাধ মোকাবেলায়’ কাজ করতেন।
বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে, হামলায় সুপ্রিম কোর্টের তিন বিচারককে লক্ষ্য করা হয়েছিল। এদের মধ্যে দুজন নিহত হয়েছেন এবং হামলাকারী আত্মহত্যা করেছেন।
তাৎক্ষনিকভাবে ঘটনার কারণ জানা না গেলেও সেদেশের গণমাধ্যম বলছে, আততায়ী সুপ্রিম কোর্টের কোনো মামলায় সম্পৃক্ত ছিল না। ঘটনার তদন্তে কাজ করছে প্রশাসন।
২০১৯ সালে নিহত বিচারক মোহাম্মদ মোঘিশের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ। সেসময় এই বিচারকের বিরুদ্ধে নানা রকম অনিয়মের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। কিন্তু এসব অভিযোগ অস্বীকার করে ইরান।
এদিকে আরেক বিচারক আলি রাজিনি ১৯৯৮ সালেও একবার আততায়ীদের গুপ্তহত্যার নিশানা হয়েছিলেন। তার গাড়িতে চুম্বকীয় বোমা লুকিয়ে রাখা হয়েছিল।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী