15 C
আবহাওয়া
৬:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১


বিএনএ, কক্সবাজার: কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ জাহেদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আরও একজন আরোহীর অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ১০টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জাহেদ ওই উপজেলার ধোয়াপালং পূর্বপাড়ার নুরুল ইসলাম ওরফে নুরুর ছেলে।তিনি কিছুদিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেন।

আহত ফরহাদ মাহমুদ ইমু হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার শাকের আহমদের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াশাচ্ছন্ন রাতে কক্সবাজারমুখী দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে বাই-সাইকেলের সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।

তিনি জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

বিএনএনিউজ/রেহানা/ এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম