22 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম থেকে মালয়েশিয়া যাওয়া খালি কনটেইনার থেকে কিশোর উদ্ধার

চট্টগ্রাম থেকে মালয়েশিয়া যাওয়া খালি কনটেইনার থেকে কিশোর উদ্ধার

চট্টগ্রাম বন্দরে কনটেইনারে অগ্নিকাণ্ড

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়া যাওয়া একটি জাহাজের খালি কনটেইনার থেকে এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে জাহাজের একটি খালি কনটেইনারের ভেতর থেকে আনুমানিক ১৫ বছর বয়সী ওই কিশোরকে উদ্ধার করে কেলাং বন্দরের স্থানীয় কর্তৃপক্ষ।

কিশোরটি বাংলাদেশি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

জাহাজটির বাংলাদেশের প্রতিনিধি কন্টিনেন্টাল ট্রেডার্স (বিডি) লিমিটেডের সহকারী ব্যবস্থাপক এস এম ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১২ জানুয়ারি ইন্টিগ্ররা নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দর ছেড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। জাহাজটি কোনোরকম যাত্রাবিরতী না দিয়ে গত ১৬ জানুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দরে পৌছাঁয়। ওইদিন জাহাজটি সেখানকার বহির্নোঙরে (সাগরে) ছিল। এসময় খালি কনটেইনারের ভেতর থেকে কারও চিৎকার শুনলে জাহাজের ক্যাপ্টেন পরদিন ১৭ জানুয়ারি জাহাজটি কেলাং বন্দরের জেটিতে ভেড়ান। এরপর কনটেইনার খুলে কিশোরকে জীবিত উদ্ধার করেন।

উদ্ধারের পর তাকে সেখানকার স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ