16 C
আবহাওয়া
৩:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ক্রিকেটকে বিদায় বললেন আমলা

ক্রিকেটকে বিদায় বললেন আমলা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : সাড়ে তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাশিম আমলা অবসরে গেছেন। এবার ঘরোয়া ক্রিকেটকেও বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটার। দুই দশকের বর্ণাঢ্য পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

আন্তর্জাতিক মঞ্চে প্রোটিয়াদের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার আমলা।  দুই দশকের ক্যারিয়ারে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ৩৪ হাজার ১০৪ রান করেন তিনি।

টেস্টে ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১২৪ ম্যাচে ২৮টি সেঞ্চুরির সাহায্যে করেন ৯ হাজার ২৮২ রান। জ্যাক ক্যালিসের পর যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসম্যান হিসেবে খেলেন ক্যারিয়ার সেরা ৩১১ রানের লড়াকু ইনিংস।

আর ওয়ানডেতে ১৮১ ম্যাচে ২৭টি সেঞ্চুরির সাহায্যে করেন ৮ হাজার ১১৩ রান। ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে করেন ১ হাজার ২৭৭ রান।

ক্রিকেট থেকে পুরোপুরি অবসরের আগেই কোচিং ক্যারিয়ার শুরু করেছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকায় চলমান এসএটোয়েন্টিতে এমআই কেপ টাউনের ব্যাটিং কোচ তিনি। দেশটির নতুন কোচিং কাঠামোয় জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার দৌড়েও তিনি আছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ