বিএনএ বিশ্ব ডেস্ক: ইউক্রেনে শিশুদের একটি স্কুলের ছাদের উপর একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী Denys Monastyrsky ও প্রথম উপ স্বরাষ্ট্রমন্ত্রী Yevheniy Yenin, স্বরাষ্ট্র সচিবসহ ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২টি শিশুও রয়েছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানী কিয়েভ থেকে দূরে ব্রোভারি শহরে একটি স্কুল ভবনের ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দেশটির ন্যাশনাল পুলিশের প্রধান ইগর কিলিমেনকো বার্তা সংস্থাটিকে জানায়, ‘আমরা যতটুকু জানি, স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাসট্রাইরিস্কি,উপ-স্বরাষ্ট্রমন্ত্রী, বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৬ জন নিহত হয়েছেন।’ শিশুসহ ২২ আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনএনিউজ২৪,জিএন