30 C
আবহাওয়া
৯:৩৩ পূর্বাহ্ণ - জুন ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বিদেশ যেতে বাধা নেই হুইপ সামশুল হকের

বিদেশ যেতে বাধা নেই হুইপ সামশুল হকের

হুইপ সামশুল হক

বিএনএ,ঢাকা : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর বিদেশ যেতে বাধা নেই। মঙ্গলবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলাকালে বিদেশ যেতে পারবেন না মর্মে বিচারক (নিম্ন) যে আদেশ দিয়েছিলেন সেটি স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে তার ওপর নিষেধাজ্ঞার আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। দুদককে রুলের জবাব দিতে বলা হয়েছে। ক্যাসিনোকাণ্ডে নাম আসায় ২০২১ সালের ৮ জুন ঢাকা মহানগর দায়রা জজ ও মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন।

আদালত আরও যে পাঁচ ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন তারা হলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান সাজ্জাদুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই এবং ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ।

বিএনএনিউজ২৪.কম/সাহিদুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ