21 C
আবহাওয়া
১১:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিএসআরএম কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক আহত

বিএসআরএম কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক আহত

বিএসআরএম কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক আহত

বিএনএ,মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত রড় উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিক শুরুতর আহত হয়েছেন। সোমবার ( ১৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  আহতরা হলেন- ইলেকট্রিশিয়ান মো. সোলাইমান (৪০), মো. শাহিন (২২) ও সহকারী প্রকৌশলী মো. রবিন (৪২)। এদের মধ্যে সোলাইমান ও রবিনের অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।

বিএসআরএম-এর ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা জানান, ‘বিদ্যুতের শর্টসার্কিট থেকে দুর্ঘটনা ঘটেছে। আমরা তাদের চিকিৎসার বিষয়ে সহযোগিতা করছি।’

বিএনএনিউজ২৪.কম/আশ্রাফ/এনএএম

Loading


শিরোনাম বিএনএ