23 C
আবহাওয়া
১০:১৪ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার কাজ করছে : বাণিজ্যমন্ত্রী

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার কাজ করছে : বাণিজ্যমন্ত্রী

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার কাজ করছে : বাণিজ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। একইসাথে দেশের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।

সোমবার (১৮ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগাছায় বিভিন্ন ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে পীরগাছা উপজেলার পারুল, পীরগাছা, কৈকুড়ী, কান্দি, তাম্বুলপুর, ছাওলা, অন্নদানগর, ইটাকুমারী ও কল্যাণী ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে তিন হাজার কম্বল বিতরণ করেন।
টিপু মুনশি বলেন, ‘পীরগাছা উপজেলায় যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তা চলমান রাখতে আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।’ করোনাকালীন সময়ে তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

শীতবস্ত্র বিতরণকালে পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ