16 C
আবহাওয়া
১১:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক তথ্যমন্ত্রী ইনু করোনায় আক্রান্ত

সাবেক তথ্যমন্ত্রী ইনু করোনায় আক্রান্ত


বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক তথ্যমন্ত্রী, ১৪-দলীয় জোটের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও কুষ্টিয়া-২ আসনের সাংসদ হাসানুল হক ইনু। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল। এখন পর্যন্ত তেমন কোনো জটিলতা দেখা দেয়নি।

তার করোনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহহিল কাইয়ুম।

কাইয়ুম জানান, মঙ্গলবার সকালে জাতীয় সংসদের কোভিড বুথে নমুনা জমা দেন তিনি। নমুনা পরীক্ষার পর দুপুরে তাঁর করোনা শনাক্ত হয়। একই দিন একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ফল নেগেটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বাসায় ৭২ ঘণ্টা আইসোলেশনে থেকে আবার নমুনা পরীক্ষা করালে করোনা শনাক্ত হয় তাঁর।

জানা যায়, বাসায় আইসোলেশনে থেকে ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন ১৬ জানুয়ারি তৃতীয় দফায় করোনা টেস্ট করা হলে ওইদিন রাতে ফলাফল পজিটিভ আসে।
সাবেক এই তথ্যমন্ত্রী বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল আছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম।

এ নিয়ে এখন পর্যন্ত জাতীয় সংসদের ৭৫ জন সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ