25 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৫
Bnanews24.com
Home » দেশে ২৪ ঘন্টায় করোনায় ১৬ জনের প্রাণহানি

দেশে ২৪ ঘন্টায় করোনায় ১৬ জনের প্রাণহানি


বিএনএ,ঢাকা: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে পুরুষ ১২ এবং নারী ৪ জন। সবাই হাসপাতালে ১৬ জন মারা গেছেন।মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন,পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৩ জন রয়েছেন।বিভাগ অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে মৃতদের মধ্যে, ঢাকায় ১১, চট্রগ্রামে তিন, রাজশাহীতে এক, ময়মনসিংহে একজন রয়েছেন।

এ নিয়ে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯২২ জনে।মোট মৃতের মধ্যে পুরুষ ছয় হাজার চার জন (৭৫ দশমিক ৭৯ শতাংশ) ও নারী এক হাজার ৯১৮ জন (২৪ দশমিক ২১ শতাংশ)।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে  আরও বলা হয়,২৪ ঘণ্টায় ৬৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন।একই সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩৬ জন।এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৯৯টি পরীক্ষাগারে ১২ হাজার ৮২৯টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৭০৭টি নমুনা পরীক্ষা করা হয়।ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লাখ ৭০ হাজার ১৬০টি।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ২২ শতাংশ।রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা সরকার দীপ্ত টিভির কার্যক্রম বন্ধ করেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দেশে ফিরছেন খালেদা জিয়া: পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার তুরস্কের মাওলানা রইসের রক্ত বৃথা যাবে না—বোয়ালখালীতে জনতার শপথ আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন দুই আসামি এস আলমের স্টিল ও ব্যাগ কারখানা বিক্রি করবে ইসলামী ব্যাংক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে: সিইসি চট্টগ্রামে পুকুর থেকে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার চট্টগ্রামে ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩