19 C
আবহাওয়া
১০:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » শিক্ষক নেতা জাকা‌রিয়ার জানাজা সম্পন্ন

শিক্ষক নেতা জাকা‌রিয়ার জানাজা সম্পন্ন

শিক্ষক নেতা জাকা‌রিয়া আর নেই

বিএনএ, চট্টগ্রাম : সাতকা‌নিয়া উপ‌জেলার সোনাকা‌নিয়াস্থ মন‌জি‌লের দরগাহ মা‌ঠে সোমবার(১৮ জানুয়ারী) সকাল ১১টায় শিক্ষক নেতা সৈয়দ মোহাম্মদ জাকা‌রিয়ার জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজা পূর্ব সমা‌বে‌শে বক্তব্য রা‌খেন বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গা‌জিউল হক চৌধুরী, উপ‌জেলা এটিও শামসুল অালম, সাতকানিয়া প্রেসক্লাব সভাপ‌তি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, বি‌শিষ্ট শি‌পিং ব্যবসা‌য়ি এস এম মাহবুবুর রহমান, মোকতার অাহমদ, প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তি কেন্দ্রীয় যুগ্ম স্পাদক নজরুল ইসলাম, বাঁশখা‌লি সভাপ‌তি ফেরদৌস , সাতকা‌নিয়ার সি‌নিয়র সহ সভাপ‌তি জাহাঙ্গীর অালম চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল ক‌রিম রা‌সেল,‌শিক্ষক ওবায়দুর রহমান, ছমদরপাড়া প্রাথ‌মিক বিদ্যালয় সভাপ‌তি অাবু তা‌হের, চন্দনাইশ প্রেসক্লাব সভাপ‌তি মাওলানা মোজা‌হের কা‌দের, যুবলীগ সাধারণ সম্পাদক অাবদুল গফুর, খোর‌শেদ অালম, জ‌হির মো ব‌শির।

শিক্ষক নেতা জাকা‌রিয়ার

জানাজায় ইমাম‌তি ক‌রেন মওলানা নুর মোহাম্মদ ।জানাজা শে‌ষে উপ‌জেলা টিও বাবু  অাশীষ চিরান মরহুম জাকারিয়ার কফিনে পুস্পস্তবক দি‌য়ে শ্রদ্ধা  জ্ঞাপন ক‌রেন ।

শিক্ষক নেতা জাকা‌রিয়ার

উল্লেখ্য, রোববার(১৭জানুয়া‌রি) দুপুর ২টায় রাজধানীর এক‌টি হাসপাতা‌লে শিক্ষক নেতা সৈয়দ মোহাম্মদ জাকা‌রিয়া ইন্তেকাল ক‌রে‌ন।মরহুম জাকা‌রিয়া বাংলা‌দেশ সরকা‌রি প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাতকা‌নিয়া উপ‌জেলা শাখার সভাপ‌তি,সাতকা‌নিয়া উপ‌জেলা সামা‌জিক ব্যা‌ধি প্র‌তি‌রোধ ক‌মি‌টির সভাপ‌তি, মন‌জি‌লের দরগাহ মস‌জিদ ক‌মি‌টির সভাপ‌তি এবং ব্রি‌টিশ ‌বি‌রোধী অা‌ন্দোল‌নের কারাবারণকা‌রি নেতা মৌলভী সৈয়দ সোলতান অাহমদ স্মৃ‌তি সংস‌দের অাজীবন সভাপ‌তি ছি‌লেন।

এ ছাড়াও তিনি  শিক্ষক স‌মি‌তির কেন্দ্রীয় ও চট্টগ্রাম জেলা ক‌মি‌টির সহসভাপ‌তির দায়িত্ব পালন করেছেন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ