30 C
আবহাওয়া
৮:০৮ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

রোববার ৮টার পর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়তে থাকে দৌলতদিয়া ঘাট এলাকা, মাঝপদ্মায় কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত হলেই কুয়াশার তীব্রতা বেড়ে যায় আর এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে রাখা হচ্ছে।

কুয়াশার তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। ফেরি সার্ভিস বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন পারের অপেক্ষায় আছে বলেও জানান তিনি।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ