17 C
আবহাওয়া
৭:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » মাধ্যমিক স্কুলে ভর্তি: নির্বাচিত ৩ লাখ, অপেক্ষমান ১লাখ ৬৮হাজার শিক্ষার্থী

মাধ্যমিক স্কুলে ভর্তি: নির্বাচিত ৩ লাখ, অপেক্ষমান ১লাখ ৬৮হাজার শিক্ষার্থী

নাসিরাবাদ সরকারি স্কুল চট্টগ্রাম

ঢাকা: দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে চলতি বছরে ভর্তির জন্য তিন লাখ ছয় হাজার ৮৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। এছাড়াও আরো দু’টি অপেক্ষমাণ তালিকা করেছে ভর্তি কমিটি। এই তালিকায় রাখা হয়েছে তিন লাখ ছয় হাজার ৭০৩ জনকে।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর ২০২৪) বিকেল ৩টার পর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। ভর্তির জন্য যারা মনোনীত হয়েছেন, তাদের মোবাইলে এসএসএস করে স্কুলের নাম জানিয়ে দেয়া হয়েছে।

 

মাউশি জানিয়েছে, প্রথম তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কবে শুরু হবে, তা দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেয়া হবে। প্রথম তালিকায় সুযোগ পেয়েও যারা ভর্তি হবে না, তাদের ফাঁকা আসনের জন্য আরো দু’টি অপেক্ষমাণ তালিকা তৈরি করা হয়েছে।

মাউশি আরো জানিয়েছে, লটারিতে সরকারি স্কুলগুলোতে প্রথম তালিকায় নির্বাচিত হয়েছে ৯৮ হাজার ২০৫ জন। আর বেসরকারি স্কুলে ভর্তির জন্য মনোনীত হয়েছে দুই লাখ সাত হাজার ৮৮৩ জন।

এছাড়াও সরকারি স্কুলের প্রথম অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ৭৯ হাজার ৫০২ জনকে এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ৫৮ হাজার ৫৫৮ জনকে।

বেসরকারি স্কুলগুলোর জন্যও দু’টি অপেক্ষমাণ তালিকা করা হয়েছে। এর মধ্যে প্রথম অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে এক লাখ এক হাজার ১৫৬ জন এবং দ্বিতীয় তালিকায় রাখা হয়েছে ৬৭ হাজার ৫১৪ জনকে।

ফল জানা যাবে যেভাবে
ডিজিটাল লটারির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবেন। মাউশির দেয়া এই লিংকে (https://gsa.teletalk.com.bd/) প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ