বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার চনপাড়া ইপিজেডের সামনের রাস্তায় ট্রাকের চাকা ফেটে প্রাইভেটকারের ওপর পড়ে মো. মেহেদী হাসান (২২) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী পিরোজপুরের ভান্ডারিয়া থানার ভিটা বাড়িয়া গ্রামের মো. মাইনুল হাসানের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ মুগদা এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের বাবা মাইনুল হাসান জানান, ভাড়ায় চালিত প্রাইভেটকার চালিয়ে সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারের চনপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন মেহেদী। এমন সময় তার গাড়ির পাশেই ড্রাম ভর্তি একটি ট্রাকের চাকা ফেটে যায়। এতে ট্রাকটি আছড়ে তার প্রাইভেটকারের ওপর পড়ে। এ সময় তার প্রাইভেটকারের ভেতর দুজন যাত্রীসহ মেহেদী নিজে গুরুতর আহত হন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে মেহেদীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মেহেদীকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বিএনএনিউজ/ বিএম