20 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে বিষাক্ত মদ পানে ৬৫ জনের মৃত্যু

ভারতে বিষাক্ত মদ পানে ৬৫ জনের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : বিষাক্ত মদ পানে পূর্ব ভারতের বিহার রাজ্যে কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি।

ভারতের বিহারসহ বেশ কয়েকটি রাজ্যে মদ তৈরি, বিক্রি ও সেবন নিষিদ্ধ। ফলে সেখানে নিম্নমানের মদের একটি রমরমা চোরাই বাজার গড়ে উঠেছে। এসব মদ খেয়ে প্রতি বছর শত শত মানুষ মারা যায়।

এ ঘটনায় মৃতদের পরিবার জানায়, কয়েকটি গ্রামের লোকেরা সোমবার একটি বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে স্থানীয়ভাবে তৈরি ‘মহুয়া’ বা ‘দেশী দারু’ নামে পরিচিত মদ পান করে।

মদ পান করার পর অনেকেই পেটব্যথা ও চোখে দেখতে না পাওয়া এবং বমি আসার অভিযোগ করেন।

এ নিয়ে শুক্রবার বিধানসভায় বিহারের মুখ্যমন্ত্রী ও সংযুক্ত জনতা দলের প্রধান নীতিশ কুমার জানান, অবৈধ পান পানে প্রাণ হারানো লোকজনের পরিবার সরকারি সহায়তা পাবে না।

তিনি অভিযোগ করেন, যেসব রাজ্যে বিরোধী দলগুলো ক্ষমতায়, সেখানে এমন ঘটনা ঘটলেই বড় করে দেখায় সংবাদমাধ্যমগুলো। এর দায় বিজেপির।

পুলিশ গত তিন দিনে অবৈধ মদ তৈরি ও বিক্রির অভিযোগে ১০০ জনেরও বেশি লোককে আটক করেছে এবং ৬০০ লিটার নিম্নমানের মদ জব্দ করেছে।

বিহারে ২০১৬ সালে বিষাক্ত মদ পানে ১৬ জনের মৃত্যু হয়। সে সময় রাজ্যটিতে মদের উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ