17 C
আবহাওয়া
৫:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফে এক লক্ষ ইয়াবাসহ নারী আটক

টেকনাফে এক লক্ষ ইয়াবাসহ নারী আটক

টেকনাফে এক লক্ষ ইয়াবাসহ নারী আটক

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে এক লক্ষ ইয়াবাসহ এ জোসনা আক্তার নামে (২৪) এক নারীকে আটক করেছে র‍্যাব-১৫। শনিবার(১৭ ডিসেম্বর) সকালে র‍্যাব-১৫ এর মিডিয়া উইং আবু সালাম চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন ।

র‍্যাব-১৫ এস সিপিসি -২ হোয়াইকং ক্যাম্প গত ১৬ ডিসেম্বর শুক্রবার বিকাল পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় ওয়াব্রাং মসজিদের পাশে রাস্তার মাথা থেকে সন্দেহজনক এক মাদক ব্যবসায়ী মহিলাকে আটক করেন।

আটকৃত মহিলার নাম জোসনা আক্তার (২৫)। সে হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাহমুদ আলীর মেয়ে।

অভিযান চালাকালীন সময় অপর দুই ব্যবসায়ী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধৃত জোসনা আক্তার জানায় সে পলাতক দুই আসামী পরস্পর যোগসাজশে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্য ঘটনাস্থলে অবস্থান করছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্ণিত ধৃত জোসনা আক্তার পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন,ওজি

Loading


শিরোনাম বিএনএ