20 C
আবহাওয়া
৮:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

বিএনএ ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোরে উপজেলার বৈশামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জন মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)। আহতরা হলেন, কামাল মিয়া (৪০) ও খেঁজুর মিয়া (৪৫)। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হতাহতরা সবাই ইটভাটার শ্রমিক।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম।

তিনি বলেন, পাঁচ শ্রমিক শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ইটভাটায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাটের সঙ্গে তাদের বহনকারী অটেরিকশার সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

বিএনএনিউজ/গোলাম সরোয়ার,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ