24 C
আবহাওয়া
৬:০২ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » ‘স্পাইস টিভি’র পরীক্ষামূলক সম্প্রচার শুরু

‘স্পাইস টিভি’র পরীক্ষামূলক সম্প্রচার শুরু

‘স্পাইস টিভি’র পরীক্ষামূলক সম্প্রচার শুরু

বিএনএ, ঢাকা : ‘নির্মাণ পর্ব’ দিয়ে যাত্রা শুরু করেছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল স্পাইস টেলিভিশন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়।

স্পাইস টেলিভিশনের এডিটর ইন চিফ তুষার আবদুল্লাহ বলেন, ‘সম্প্রচার শুরু হয়েছে। এটিকে আমরা বলছি নির্মাণ পর্ব।’

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘নির্মাণ পর্ব শুরু হয়েছিল একাত্তরে। বিজয়ের সেই যাত্রা ৫০ এর মাইলফলকে পৌঁছেছে। এক বিজয় নতুন বিজয়ের পথচিত্র এঁকে দেয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তর যে স্বপ্ন দেখেছিল, ২০২১ এ পৌঁছে বাংলাদেশ সেই স্বপ্নের পূর্ণতার দিকে হাঁটছে।’

ডিসেম্বর মাসে পুরোদমে বাজারে আসার পরিকল্পনা নিয়েই স্পাইস টিভি এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্পাইস টেলিভিশন লিমিটেডের (স্পাইস টিভি) হেড অব ব্রডকাস্ট তানজিলুর রহমান।

তিনি জানান, বর্তমানে চালু থাকা সব টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের এইচ২৬৪ প্রযুক্তি ব্যবহার করছে। আমরাই প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইটের এইচ২৬৫ প্রযুক্তিটি ব্যবহার করছি। এতে দর্শক শ্রোতারা আরও পরিষ্কার ও ঝকঝকে ছবি দেখতে পাবেন।

স্পাইস টিভিতে ব্যবহার করা হচ্ছে, স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১), ডাউনলিংক ফ্রিকোয়েন্সি- ৪৬৮০ মেগাহার্টজ, সিম্বল রেট- ৩০০০০ কেএসপিএস, পোলারাইজেশন- হরাইজন্টাল, মডুলেশন- ৮ পিএসকে, এফইসি- ২/৩, কমপ্রেশন : এইচ ই ভি সি (এইচডি)।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ