বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় চাচার ছুরিকাঘাতে খুন হয়েছেন ভাতিজা। তার নাম মোহাম্মদ রাসেদ (২৩)। সে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজি পাড়া এলাকার জামাল মিঞার পুত্র। গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ খুনের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ছুরিকাহত রাসেদকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানা গেছে, নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। সে পোশায় একজন সিএনজি অটোরিকশা চালক। তার দেড় বছর ও চার মাস বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। ঘাতক চাচা জালাল উদ্দিন (৪৫)। তার বাবার নাম রাজা মিয়া বলে জানা গেছে।
নিহত রাসেলের আরেক চাচা নাছির মিয়া বলেন, ছোট বেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। খুন হওয়া ভাতিজার সঙ্গে বিরোধ চলে আসছিল একই এলাকার রাজা মিঞার পুত্র চাচা জালাল উদ্দীনের। জালাল রাউজান উপজেলায় থাকেন। পূর্বের বিরোধের জের শনিবার রাত সাড়ে ১০টায় সিএনজি চালক রাসেদকে গলায় একাধিকবার ছুরিকাঘাত করে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লিটন চৌধুরী বলেন, রাত ১১টার পর গলার ডান পাশে গলা কাটা অবস্থায় রাসেল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে হাসপাতালে আসার আগেই মারা যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ঘটনার পরপর পটিয়া পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর খুনি জালাল পলাতক রয়েছেন। লাশ মেডিকেলে আছে।
বিএনএনিউজ/ নাবিদ