বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে। এখানে যার যার ধর্ম সেই স্বাধীনভাবে পালন করেন। বর্তমান আওয়ামী লীগ সরকার একটানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন সৃষ্টি হয়েছে।
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেই কেবল দেশে সম্প্রীতির বন্ধন অটুট থাকে। শেখ হাসিনার সরকার সব ধর্মের কল্যাণে সমানভাবে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর চান্দগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের এমন কোন এলাকা নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
শুক্রবার যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।
আরও পড়ুন: ডোনাল্ড লুর চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ
এতে বাংলাদেশ বৌদ্ধ মহাসভার উপসংঘনায়ক রতনশ্রী মহাথেরো সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা (যুব) সভাপতি অধ্যাপক ড. উপানন্দ মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুগ্ম মহাসচিব প্রধান ধর্মদেশক সদ্ধর্মভান্ডারিক ড. প্রিয়দর্শী মহাথেরো। স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ঈসা, অধ্যাপক বনশ্রী মহাথেরো, রতন শ্রী ভিক্ষু প্রমুখ।
বিএনএনিউজ/ বাবর মুনাফ