24 C
আবহাওয়া
২:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রামু উপজেলা প্রেস ক্লাব কমিটি অনুমোদন

রামু উপজেলা প্রেস ক্লাব কমিটি অনুমোদন

রামু উপজেলা প্রেস ক্লাব কমিটি অনুমোদন

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা প্রেস ক্লাব। এ উপলক্ষ্যে এক মতবিনিময় ও বিশেষ সাধারণ সভা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) উপজেলার বিআরডিবি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আবুল কালাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন, আজীবন সদস্য মো. জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল। রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসেন হেলালী। অন্যান্যদের মধ্যে জেলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক মো. আমিন উল্লাহ, দপ্তর সম্পাদক মো. হাসান, নির্বাহী সদস্য শাকের বিন ফয়েজ, দিদারুল আলম জিসান ও ফরিদুল আলম রনি প্রমুখ।

অনুষ্ঠানে রামু উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি আগামী ২ বছরের জন্য (২০২৪-২০২৫) অনুমোদন ও ঘোষণা করেন জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন।

আবুল কালাম সিকদারকে সভাপতি, দিদারুল আলম জিসানকে সাধারণ সম্পাদক, কায়েদ আলম কায়ছারকে সিনিয়র সহসভাপতি ও ফরিদুল আলম রনিকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের কক্সবাজার দক্ষিণ জেলা প্রতিনিধি দিদারুল আলম জিসান।

এসময় আরও উপস্থিত ছিলেন রামু উপজেলা প্রেস ক্লাবের সদস্য শহীদুল্লাহ, মো. সোহেল, আব্দুল হাকিম প্রমুখ।

আরও পড়ুন: পন্টুন থেকে নৌযান সরিয়ে নেওয়ার নির্দেশ

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রেস ক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। সেই কালিকে কোন মুহূর্তে অপবিত্র করা যাবে না। সাংবাদিকতা একটি মহান পেশা। নিউজ করার জন্য নিউজ খোঁজার জন্য সাংবাদিকরা ছুটবে অবিরাম। যেখানে দুর্নীতি, অনিয়ম ও অন্যায়‌‌ সেখানে সাংবাদিকরা নিউজ করতে যাবে এটাই স্বাভাবিক।

জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন বলেন, যেকোন সময় উপজেলা প্রেস ক্লাবের কোন সদস্য বা কোন সাংবাদিকের প্রতি পেশাগত দায়িত্ব পালনের সময় যদি বাধা প্রদান করা হয় ও তাদেরকে হেনস্তা করা হয় তাহলে ছাড়‌ দেওয়া হবেনা।

পাশাপাশি অপ-সংবাদিকতা থেকে বিরত থাকাসহ সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

বিএনএনিউজ/ এইচ এম ফরিদুল আলম শাহীন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ