16 C
আবহাওয়া
৭:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ঝিনাইদহে মেহগনি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে মেহগনি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার


বিএনএ,ঝিনাইদহঃ ঝিনাইদহের মেহগনী বাগান থেকে জসিম উদ্দীন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে  হরিণাকুণ্ডু থানা পুলিশ।বৃহস্পতিবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার ভালকী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জসিম উদ্দীন একই গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী চারাতলা বাজারের উদ্দেশ্যে বের হয় জসিম এরপর আর ফিরে যায়নি। পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ির পেছনে মেহগনি বাগানে মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি পেশায় আলমসাধু চালক বলে জানা গেছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো জানা যায়নি।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকর্মীদের  জানান, পুলিশসহ আমি ঘটনা স্থলে এসেছি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তবে দ্রুতই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে ।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ