অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবেন টাইগাররা। তার আগে প্রস্তুতি ম্যাচে সোমবার (১৭ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ দল।
বাংলাদেশ সময় দুপুর ২টায় অস্ট্রেলিয়ার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে মোহাম্মদ নবির দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
এ ম্যাচ ঘিরে রবিবার অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদরা। জানা গেছে, দলের টেলএন্ডারদের শক্তিমত্তা বাড়াতেই তাদের এমন অনুশীলন।
এদিকে ব্যাটার সাব্বির রহমান ও পেস অলরাউন্ডার সাইফউদ্দিন বাদ পড়ায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও পেসার শরিফুল ইসলাম।
বিএনএ,জিএন