বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. আইয়ুব (৩৮) নামে এক যুবক মারা গেছে। রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. আইয়ুব (৩৮) হাটহাজারীর আমান বাজারের জুগির হাট এলাকার আবুল হোসেনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রোববার দুপুরে আইয়ুব বিদ্যুতের খুঁটিতে উঠার পর বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এরপর তাকে তার স্বজনরা চমেক হাসপাতালে জরুরি বিভাগে আনে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএনএ/ ওজি ’