31.3 C
আবহাওয়া
২:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » ত্বকী হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

ত্বকী হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার


বিএনএ, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। আসামির নাম ইয়ার মোহাম্মদ পারভেজ। সোমবার (১৬ সেপ্টম্বর) রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইয়ার মুহাম্মদ পারভেজ (৪৬) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার আলী হোসেনের ছেলে। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, প্রাথমিকভাবে আমরা ত্বকী হত্যার ঘটনায় পারভেজের সম্পৃক্ততার তথ্য জানতে পেরেছি। যার কারণে তাকে আমরা গ্রেপ্তার করেছি। এরইমধ্যে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি পারভেজের হার্ডে ৩টি ব্লক ও শারীরিক অসুস্থতার কারণে তার রিমান্ড চাওয়া হয়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদলত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ জানায়, সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে ত্বকী হত্যা মামলায় র‍্যাব-১১ তদন্তকারী কর্মকর্তা আসামি পারভেজকে হাজির করে। পরে আদালত শুনানি শেষে আসামির অসুস্থতার কথা বিবেচনা করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গ্রেপ্তারকৃত কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামুন ও শিপনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আর গ্রেপ্তারকৃত ড্রাইভার জামশেদকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। একদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যায় ত্বকীর লাশ পাওয়া যায়। ত্বকী হত্যার সঙ্গে ওসমান পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে শুরু থেকে অভিযোগ করে আসছে তার পরিবার। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই হত্যকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র‌্যাব।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ