25 C
আবহাওয়া
৭:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মুশফিকের পায়ে ৬ সেলাই

মুশফিকের পায়ে ৬ সেলাই

মুশফিকের পায়ে ৬ সেলাই

বিএনএ ডেস্ক: নিজেকে ছন্দে ফেরাতে কঠোর অনুশীলন করে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। তবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুশীলন করার সময় চোট পেয়েছেন তিনি। এতে তার পায়ে ৬টি সেলাই লেগেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) জিমে ব্যক্তিগত অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ে চোট পান মুশফিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা যায়, এই চোটে তার বাঁ পায়ে ৬ সেলাই লেগেছে।

বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, সকালে মুশফিক বা পাঁয়ে আঘাত পান। হাসাপাতালে নেয়ার পর ক্ষত স্থানে ৫ থেকে ৬ টা সেলাই দিতে হয়েছে। ৭ দিন পর আবার চেক আপ করা হবে। তখন নিশ্চিত করে জানা যাবে আসলে কয়দিন লাগবে সুস্থ হতে। আপাতত সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে তাকে।

আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগের সব রাউন্ড খেলবেন বলে বিসিবিকে জানিয়েছিলেন মুশফিক। এ অবস্থায় শুরু থেকে থাকবেন কি না শঙ্কা থাকল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিক। তবে থেমে নেই তার অনুশীলন। যথারীতি নিজেকে ফিট করে গড়ে তুলতে নিয়মিতই চালিয়ে যাচ্ছিলেন অনুশীলন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ