22 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » টানা বর্ষণে কাপ্তাইয়ে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

টানা বর্ষণে কাপ্তাইয়ে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন


রাঙামাটি প্রতিনিধি: হ্রদ পাহাড়ের জেলা রাঙামাটিতে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। শনিবার(১৭ আগস্ট ) বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে সর্বমোট দুইশত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানান কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

জানা যায়, বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটে ৪৬ মেগাওয়াট, ২ নং ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩ নং ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ নং ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫ নং ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত কয়েকজন প্রকৌশলী জানান, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে ৯৪ দশমিক ২০ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও শনিবার ৯৬ দশমিক ৭৯ এমএসএল পানি রয়েছে। অর্থাৎ বর্তমানে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ বেশি রয়েছে।

এ বিষয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট থেকে দুইশত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পানি বাড়লে উৎপাদন আরও বাড়তে পারে বলে তিনি জানান।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ