বিশ্ব ডেস্ক: আগামী ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন।এ বারের নির্বাচনে শ্রীলঙ্কায় মোট প্রার্থী রয়েছেন ৩৯জন। কিন্তু তাঁদের মধ্যে এক জনও মহিলা প্রার্থী নেই। এই তথ্য প্রকাশ করেছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। ৩৯ জন প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে রয়েছেন তিন জন তামিল সংখ্যালঘু ও দু’জন বৌদ্ধ সন্তও। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ১৫ অগস্ট।
১৯৮২ সালের অক্টোবরে প্রথম বার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন ৬ জন। ২০১৯ সালের গত প্রেসিডেন্ট নির্বাচনে ৩৫ জন প্রার্থী ছিলেন। এ বার সেই সংখ্যা আরও বেড়েছে।
নতুন ক্যাম্পেইন ফাইন্যান্স অ্যাক্টের পরিপ্রেক্ষিতে প্রচারাভিযানের অর্থায়নের সর্বোচ্চ সীমা নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের সাথে প্রেসিডেন্ট প্রার্থীরা বৈঠকে বসেছিলেন। কয়েকজন প্রধান প্রার্থী নতুন আইন অনুসারে একজন ভোটারের জন্য একহাজার রুপি খরচ করতে চেয়েছেন যেখানে অন্য কেউ মাত্র ৫০ সেন্টের মতো খরচ করার ইচ্ছা পোষন করেন।
বৈঠকে নিদিষ্ট তহবিলের বাইরে খরচ করার ব্যাপারে আইনী হুশিয়ারি দেয়া হয়। নির্বাচনী তহবিলের উৎস সম্পর্কে
ও নির্বাচনের পরে ২১ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে ব্যয়ের হিসেব দিতে হবে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো নতুন আইন কার্যকর হচ্ছে।
যে প্রার্থীরা একজন ভোটারের জন্য সর্বোচ্চ ১,000 রুপি খরচ করতে চেয়েছিলেন তারা দেশ জুড়ে প্রচারে হেলিকপ্টার রাইড এবং বিদেশী সংস্থাগুলিতে আউটসোর্স করা পোস্টার ছাপানোর জন্য উচ্চ ব্যয়ের কারণ হিসাবে উল্লেখ করেছেন।
কমিশনের একটি শীর্ষ সূত্র জানিয়েছে, কিছু স্বল্প পরিচিত প্রার্থী রাজনৈতিক কারণে কম হার উল্লেখ করেছেন।
সূত্র : আনন্দবাজার ও লঙ্কামিরর।
বিএনএ, এসজিএন/এইচমুন্নী