বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হস্তান্তরের আগেই কক্ষ ভাড়া দেয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে অবৈধভাবে ভাড়া দেয়া কক্ষগুলোতে অভিযান চালিয়ে তালা লাগিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. নাহিদুল করিম ওই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তিনটি ল্যাপটপ, দুটি ডেস্কটপ, দুটি ফাইল কেবিনেট, ৪০ চেয়ার, ৮ টি টেবিল জব্দ করা হয়।
স্থানীয় সুত্র জানায়, স্থানীয় একটি প্রভাবশালী মহল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি হস্তান্তর হওয়ার আগেই ১ম ও দ্বিতীয় তলায় ‘প্রযুক্তি একাডেমী’ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, উত্তরা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, আমেরিকান লাইফ ইন্সুরেন্স ‘মেটলাইফ’, মর্ডাণ ফুডসহ ৫ টি প্রতিষ্ঠানের কাছে অবৈধ ভাবে ভাড়া দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ উঠে।
এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুল করিম বলেন, সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল কমপ্লেক্সের ৫ কক্ষ ভাড়া দিয়ে দেয়। এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করতে যায়। এদিকে, অভিযানের খবরে দখলদাররা আগেই তালা দিয়ে পালিয়ে যায়। পরে পাঁচটি কক্ষের তালা ভেঙে তিনটি ল্যাপটপ, দুটি ডেক্সটপ, দুটি ফাইল কেবিনেট, ৪০ চেয়ার, ৮ টি টেবিল জব্দ করা হয়। উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বিএনএ / হামিমুর রহমান, ওজি