24 C
আবহাওয়া
১২:১৪ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে মেরামতের সময় বাসে আগুন

ময়মনসিংহে মেরামতের সময় বাসে আগুন


বিএনএ, ময়মনসিংহ:ময়মনসিংহে বাস মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ১ টা বেজে ২০ মিনিটে নগরীর চায়না মোড়ের ময়লার মোড় এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-শেরপুর সড়কে চলাচল করা সোনার বাংলা পরিবহনের একটি বাস ময়লার মোড় এলাকার একটি গ্যারেজে মেরামতের কাজ চলছিল। দুপুরের দিকে কাজ করার সময় বাসের জানালা বন্ধ ছিল। এসময় বাসের ব্যাটারীর তারে শর্ট সার্কিটে আগুন ধরে যায়। পরে স্থানীয় আমাদের খবর দিলে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে বাসের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয় বলেও জানান তিনি।

এ বিষয়ে গ্যারেজের শ্রমিক জাকির হোসেন বলেন, আমি বাসের নিচে শুয়ে কাজ করছিলাম। হঠাৎ উপর থেকে তাপ অনুভূত হলে বের হয়ে দেখি বাসে আগুন জ্বলছে। পরে অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারীর সাথে অন্য তারের শর্টসার্কিটে আগুন লাগতে পারে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এটি কোন নাশকতা নয়, ব্যাটারী থেকে আগুন লেগেছে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ