25 C
আবহাওয়া
৩:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আখাউড়া-আগরতলা রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল ২২ আগস্ট

আখাউড়া-আগরতলা রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল ২২ আগস্ট

আখাউড়া-আগরতলা রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল ২২ আগস্ট

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া-আগরতলা রেলপথে চালানো হলো গ্যাং কার হিসেবে পরিচিত ট্র্যাক কার। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে পরীক্ষামূলক ট্রেন চলাচলের প্রস্তুতি হিসেবে ট্র্যাক কার চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, ট্র্যাক কারটি সফলভাবে চালানো হয়। ২২ আগস্ট এই রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল করার কথা রয়েছে। এর মধ্যেই রেলপথের সব কাজ শেষ হবে। সেপ্টেম্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

আখাউড়া-আগরতলা রেলপথের ঠিকাদারী প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর বকশি জানান, পরীক্ষামূলক ট্রেন চলাচলের প্রস্তুতি হিসেবে সন্ধ্যায় ট্র্যাক কার চালানো হয়। পুরো রেলপথ সম্পূর্ণ প্রস্তুত না হওয়ায় শুধু গঙ্গাসাগর ইয়ার্ডেই ট্র্যাক কার চালানো হয়। তবে রেললাইনের যে অংশের কাজ বাকি আছে সেটুকু ২২ আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসগর থেকে ভারতের আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত রেলপথ নির্মাণকাজ শুরু হয়। ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে চারশত কোটি টাকার ওপর ব্যয় হচ্ছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ