19 C
আবহাওয়া
৪:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » শোক দিবসে ছাগলনাইয়ায় দেড় হাজার মানুষের মাঝে তবারক বিতরণ

শোক দিবসে ছাগলনাইয়ায় দেড় হাজার মানুষের মাঝে তবারক বিতরণ


বিএনএ, ফেনী : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সুলতান আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে অসহায় দরিদ্র ও ভাসমান প্রায় দেড় হাজার লোকের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ আগষ্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তবারুক বিতরণ করেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সুলতান আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান মজুমদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন, ফেনী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী প্রমূখ।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম জিহাদী।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ