18 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » হালদায় ৯০০ মিটার জাল জব্দ

হালদায় ৯০০ মিটার জাল জব্দ

হালদায় ৯০০ মিটার জাল জব্দ-ফাইল ছবি

বিএনএ, চট্টগ্রাম: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৯০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত । তারমধ্যে ৫০০ মিটার ঘেরা জাল ও ৪০০ মিটার ভাসান জাল।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে হালদা নদীর মদুনাঘাট থেকে হালদার মুখ পর্যন্ত অংশে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

তিনি বলেন, হালদায় মাছের জন্য অনুকূল পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হালদায় অভিযান চালিয়ে ৫০০ মিটার ঘেরা জাল ও ৪০০ মিটার ভাসান জাল জব্দ করা হয়।  এ ছাড়া অবৈধভাবে কয়েকটি স্থানে মাছ শিকারের চেষ্টা করলে ধাওয়া দেয়া হয়। এতে তারা পালিয়ে যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। হালদায় মা মাছ, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত  অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ