19 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা আবাহনীর জয়,হারল চট্টগ্রাম আবাহনী

ঢাকা আবাহনীর জয়,হারল চট্টগ্রাম আবাহনী

জিতেছে ঢাকা আবাহনী,হেরেছে চট্টগ্রাম আবাহনী-ছবি সংগৃহিত

বিএনএ,স্পোর্টসডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগে শেখ রাসেলকে ৫-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী । মঙ্গলবার (১৭ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে । ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে ঢাকা আবাহনী।সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চট্টগ্রাম আবাহনী।

খেলার ৩২ তম মিনিটে এগিয়ে যায় আবাহনী। সোহেল রানার ক্রস থেকে বল নিয়ন্ত্রণ নেন সানডে চিজোবা। তার শর্ট শেখ রাসেলের গোলরক্ষক প্রথমে ফেরালেও ফিরতি শটে ঠিকই জাল খুঁজে নেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। ওই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মারিও লেমোসের শির্ষরা।

৬৪ তম মিনিটে শেখ রাসেলকে সমতায় ফিরায় সিওভুস আসরোরভ। গোল হজম করে বেশি সময় নেয়নি আবাহনী। ৭০ তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তোর শট এক ডিফেন্ডারের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়।

৮০ তম মিনিটে কেরভেন্স ফিলস বেলফোর্টের গোল করলে আসরে দ্বাদশ জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় আবাহনীর।

৮৮ তম মিনিটে রাফায়েল ও যোগ করা সময়ে ৯৩তম মিনিটে চিজোবা আবারও লক্ষ্যভেদ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মারিও লেমোসের দল।

অন্যদিকে  আর্মি স্টেডিয়ামে  রহমতগঞ্জের কাছে ২-০ গোলে হারাল চট্টগ্রাম আবাহনী।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ