বিএনএ,ঢাকা : পুঁজিবাজারে মঙ্গলবার (১৭ আগস্ট) সূচকের উত্থান পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন চলাকালীন সময়ে দর বেড়ে ৪ কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়েছে সেগুলো হলো- রূপালী ব্যাংক, সাউথ বাংলা ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক এবং বিআইএফসি। জানা গেছে, সোমবার রূপালী ব্যাংকের শেয়ার দর ছিল ৩৩.১০ টাকা।
আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৩৬.৪০ টাকা লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৩০ টাকা বা ৯.৯৭ শতাংশ । সাউথ বাংলা ব্যাংক: আগের কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ছিল ১৩.৩০ টাকা।
আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১৪.৬০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৩০ টাকা বা ৯.৭৭ শতাংশ। আইসিবি ইসলামিক ব্যাংক: আগের কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ছিল ৫.৩০ টাকা।
আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৫.৮০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়ে ০.৫০ টাকা বা ৯.৪৩ শতাংশ। বিআইএফসি: আগের কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ছিল ৭.৭০ টাকা।
আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৮.৪০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ০.৭০ টাকা বা ৯.০৯ শতাংশ। এসব কোম্পানির শেয়ার দর বেড়ে এক পর্যায়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।
বিএনএনিউজ/শহীদুল,আমিন