21 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখান রাবি শিক্ষার্থীদের

হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখান রাবি শিক্ষার্থীদের


বিএনএ, রাবি : কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে আজ দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে হল বন্ধের ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঠে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এসময় শহীদ হবিবুর রহমান হলের প্রথম ব্লকের দ্বিতীয় ও তৃতীয় তলায় গিয়ে ছাত্রলীগের বেশ কয়েকটি রুমে ভাংচুর চালান শিক্ষার্থীরা এবং সেখানে রুমে থাকা বিছানাপত্র বাইরে ফেলে অগ্নিসংযোগ ঘটান তারা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মেয়েদের হলগুলোর দিকে যান।

হল প্রহরীদের সাথে কথা বলে জানা যায়, শহীদ হবিবুর রহমান হলে যেসব রুমগুলোতে ভাংচুর চালান শিক্ষার্থীরা, এর আগে গতকাল সেসব রুমগুলোতে কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের রুমে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই প্রতিবাদে শিক্ষার্থীরা আজ ছাত্রলীগের এ রুমগুলোতে ভাংচুর চালান ও তাদের জিনিসপত্র বাইরে ফেলে অগ্নিসংযোগ করেন শিক্ষার্থীরা।

এর আগে, শিক্ষার্থীদের হল ত্যাগ না করতে বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে মাইকিং করেন শিক্ষার্থীরা। এসময় তারা সকল শিক্ষার্থীদেরকে একত্রিত হওয়ার জন্যও আহ্বান জানান।

এদিকে, বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এসে হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডেসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক শিক্ষক।

ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা অবিলম্বে হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানাতে থাকেন। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ সমাবেশ করছে। আমরা তাদেরকে অনুরোধ করবো তারা যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন। রাষ্ট্র্রীয় সম্পদের যেন ক্ষয়ক্ষতি না করে। আমরা বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।

বিএনএনিউজ/সৈয়দ সাকিব/এইচ.এম/ হাসনা

 

Loading


শিরোনাম বিএনএ