19 C
আবহাওয়া
৯:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » ছারছীনা পীর সাহেবের ইন্তেকাল

ছারছীনা পীর সাহেবের ইন্তেকাল


বিএনএ, বরগুনা : উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের পীর সাহেব বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির, হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ১১ মিনিটে তিনি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ছারছীনার পীর সাহেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ। তিনি মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছেন।

তাঁর জানাজা আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩ টায় ছারছীনা দরবার শরিফে অনুষ্ঠিত হবে।

ছারছীনার পীর সাহেব দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রথমে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, তারপর সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা


শিরোনাম বিএনএ