17 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে জাহেদুল ইসলাম মিনার (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকালে পৌরসভার ইছাখালী আদর্শ গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর ওই এলাকার জমির উদ্দীন সওদাগরের দ্বিতীয় পুত্র। সে ঘাটচেক উচ্চ বিদ্যালের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।

পৌর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন শাহ্ গণমাধ্যমকে বলেন, বাড়ি থেকে একটু দূরে ইটভাটা সংলগ্ন একটি পুকুরের পাশে কয়েকজন কিশোর খেলছিল। হঠাৎ জাহেদুল ইসলাম মিনার নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে পুকুরে কিশোরকে ভাসতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ