18 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » নোবিপ্রবির বাসের ব্যাটারি চুরি

নোবিপ্রবির বাসের ব্যাটারি চুরি


বিএনএ, নোবিপ্রবি : নোয়াখালীর মাইজদীতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয় বাসের ব্যাটারি চুরি হয়েছে।

রোববার (১৬ জুলাই) রাত ১০ টার বাসে নোয়াখালীর মাইজদী থানার সামনে থাকা ভার্সিটির নীল সাদা বাসে এই চুরির ঘটনা ঘটে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ড্রাইভার তাজুল ইসলাম বলেন, “আজ রাত ১০ টায় মাইজদী পিটিআই এর সামনে থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ব্যাটারি চুরি হয়। বাসটি প্রতিদিন রাত ১০ টায় মাইজদী থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে। আমাদের বাসের ব্যাটারি চুরি হওয়ার সময় আমরা কেউই বাসের আশেপাশে ছিলাম না। চুরি হওয়ার পর অন্য একটি ব্যাটারি সংযুক্ত করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছেড়ে যায় বাসটি।”

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

বিএনএনিউজ/শাফি/ এইচ.এম।

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ