27 C
আবহাওয়া
৬:০৪ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ক্রিকেটের তিন ফরম্যাটে নাজমুল হোসেন শান্ত সেরা ব্যাটার

ক্রিকেটের তিন ফরম্যাটে নাজমুল হোসেন শান্ত সেরা ব্যাটার

নাজমুল হোসেন শান্ত সেরা ব্যাটার

বিএনএ স্পোর্টস ডেস্ক:  টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট; ক্রিকেটের তিন ফরম্যাটে এ বছর জুন পর্যন্ত বাংলাদেশের সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ১৭ ম্যাচে ৮৪৩ রান এসেছে তার ব্যাট থেকে। এর মধ্যে ওয়ানডেতে ৪০৫, টেস্টে ২৭৪ ও টি-টোয়েন্টিতে ১৬৪ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম করেছেন ৬০৮ রান।

তিনটি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নাজমুল হোসেন শান্ত। সব প্রাপ্তির বছর ২০২৩। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার ম্যাচসেরা হন তিনি। পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১১৭ রান করে হন দ্বিতীয়বার ম্যাচসেরা।

সবশেষ তিন ম্যাচে তিনটা সেঞ্চুরি করেছেন ২৪ বছর বয়সী তারকা। যার দুটো এসেছে সদ্য শেষ হওয়া আফগান টেস্টে। দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচসেরাও হয়েছেন এই ব্যাটার।

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে আউট হওয়ার পূর্বে ২৩ চার ও ২ ছয়ে করেন ১৪৬ রান।

দ্বিতীয় ইনিংসেও নাজমুল হোসেন শান্ত ছিলেন অপ্রতিরোধ্য। ১৫১ বলে ১৫টা চার হাঁকিয়ে  ব্যাট থেকে আসে ১২৪ রান।

 

নাজমুল হোসেন শান্ত কখন অভিষেক হয়

২০১৭ সালের ২০ জানুয়ারি, নিউজিল্যান্ডের বিপরীতে দ্বিতীয় টেস্ট খেলায় শান্তর টেস্ট অভিষেক হয়।
২০১৮ সালের ২০ ডিসেম্বর, আফগানিস্তানের বিপরীতে বাংলাদেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর।
২০১৯-এর ১৮ সেপ্টেম্বর, জিম্বাবুয়ের বিপরীতে বাংলাদেশের হয়ে টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেটে অভিষেক করেন।
এর আগে ২০১৯ এর নভেম্বরে, এসিসি উদীয়মান দল এশিয়া কাপ প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অধিনায়ক মনোনীত হন

 

ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর বাবার নাম কি?

ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর বাবার নাম জাহাঙ্গীর আলম রতন

নাম যেমন নাজমুল হোসেন শান্ত, তার ব্যক্তিগত আচার-আচরণও শান্ত প্রকৃতির।অক্লান্ত পরিশ্রম আর মেধা দিয়ে দখল করে নিয়েছেন দেশের ক্রিকেটের শীর্ষ স্থান।

নাজমুল হোসেন শান্ত(২০২৩) কি বিবাহিত

 

জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ২০২০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিন সুলতানা রত্নাকে বিয়ে করেন।
নাজমুল হোসেন শান্ত  বাড়ি কোথায় ?
নাজমুল হোসেন শান্ত দেশের উত্তরের জেলা রাজশাহীতে ২৫ মে ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেন।
বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ