24 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » সাজেকের দুর্গম এলাকায় ডায়রিয়ায় আবারও দু’জনের মৃত্যু

সাজেকের দুর্গম এলাকায় ডায়রিয়ায় আবারও দু’জনের মৃত্যু


বিএনএ, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের দুর্গম এলাকা বেটলিং পাড়ায় ডায়রিয়া আক্রান্ত হয়ে বাহন ত্রিপুরা (৫৫) ও মেলাতি ত্রিপুরা (৫০) নামে আরও দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩ টায় তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ৭নং ওয়ার্ড লংথিয়ান পাড়ার মেম্বার বন বিহারী চাকমা।

শনিবার (১৭ জুন) সকালে তাদের পরিবারের সদস্যরা জানান, বাহন ত্রিপুরা ও মেলান ত্রিপুরা’র মেয়ের শ্বশুর বাড়ি লংথিয়ান পাড়ায়। সেখানে তাদের মেয়ে ও মেয়ের জামাই ডায়রিয়ায় আক্রান্ত হলে তারা উভয়ে মেয়ে-মেয়ের জামাইকে দেখতে যান এবং সেখানে অবস্থান করে তারাও ডায়রিয়ায় আক্রান্ত হন। লংথিয়ান পাড়ায় মেয়ের বাড়িতে আজ (শনিবার) দিবাগত রাত প্রায় ৩ টার দিকে তারা মারা যান।

নিহত বাহন ত্রিপুরা (৫৫) ও তার স্ত্রী মেলাতি ত্রিপুরা (৫০)। উভয় একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন বেটলিং পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, লংথিয়ান পাড়া, শিয়ালদাহসহ বিভিন্ন দুর্গম গ্রামে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কিন্তু বর্তমানে আবারো ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং আক্রান্ত রয়েছে এখনো প্রায় অর্ধশতাধিক। খাবার পানিতেই সমস্যার কারণে এমন হচ্ছে বলে জানান স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৭নং ওয়ার্ড লংথিয়ান পাড়ার মেম্বার বন বিহারী চাকমা জানান, তারা দুইজন মেয়ে ও মেয়ের জামাই অসুস্থ শুনে তাদেরকে দেখতে আসেন। পরে তারাও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শনিবার দিবাগত রাতে মারা যান।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরবিন্দু চাকমা বলেন, আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি এবং পুরো এলাকার সার্বিক অবস্থার খোঁজ নিচ্ছি প্রয়োজন হলে আমাদের মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করবো।

তিনি আরও বলেন, এর আগে আমাদের মেডিকেল টিম লংথিয়ান পাড়ায় চিকিৎসা সেবা প্রদান করে। ঐ গ্রামের সকলকে পানি ফুটিয়ে পান করতে এবং খাওয়ার আগে হাত ভালোভাবে পরিস্কার পরামর্শ দেওয়া হয় একই সাথে খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়। মনে হচ্ছে গ্রামবাসী এখনো সচেতন হচ্ছেনা।

উল্লেখ্য যে, গত ৭ জুন (বুধবার) দুর্গম লংথিয়ান পাড়ায় গবতি বালা ত্রিপুরা ও দরুং ত্রিপুরা নামে দু’জন ডায়রিয়া আক্রান্ত হয় মৃত্যুবরণ করেছেন।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ