বিএনএ ডেস্ক: টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট বিভাগের বিভিন্ন জেলার চরম দুর্ভোগে মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি রাস্তাঘাট। এবার বন্যার পানি ঢুকে গেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়ের কাছাকাছি পানি চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে বিমান চলাচল।
শুক্রবার (১৭ জুন) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বন্যার পানি ইতোমধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে ফ্লাইটগুলো এখন আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
বিএনএ/ এ আর