20 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » পাতাল মেট্টোরেলের কাজ শুরু ২০২২ সালের মার্চে

পাতাল মেট্টোরেলের কাজ শুরু ২০২২ সালের মার্চে


বিএন, ঢাকা : দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের কাজ আগামী বছরের মার্চে শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে, চলতি বছরের জুনেই এই কাজ শুরু করার কথা বলেছিল তারা। কিন্তু, চলমান মহামারি পরিস্থিতির কারণে তা পিছিয়ে আগামী বছরের মার্চে নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুন) অনলাইনে এক ব্রিফিংয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক এসব তথ্য জানান।

এমএএন সিদ্দিক বলেন, ‘ইতোমধ্যে এই প্রকল্পের সব পরীক্ষা শেষ হয়েছে এবং বিস্তারিত ডিজাইনের কাজও ৭২ শতাংশ শেষ হয়েছে। মোট ১২টি প্যাকেজে পুরো কাজটি সম্পন্ন হবে। ইতোমধ্যে প্রথম প্যাকেজের টেন্ডারের দরপত্র আহ্বান করা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সেটা জমা দেওয়ার শেষ তারিখ। এরপর ছয় মাসের মধ্যেই আমরা আশা করছি কাজ শুরু করতে পারব।’

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ