28 C
আবহাওয়া
১০:৫৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ২০৫০ সালের মধ্যে ৫ বছর বাড়বে গড় আয়ু

২০৫০ সালের মধ্যে ৫ বছর বাড়বে গড় আয়ু

মানুষের গড় আয়ু

বিএনএ ঢাকা: ২০৫০ সালের মধ্যে মানুষের গড় আয়ু ৫ বছর বাড়বে। সম্প্রতি ‘দ্য ল্যানসেট’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্রে এ তথ্য জানানো হয় ।

গবেষণাপত্রে বলা হয়েছে,  জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বর্তমান জীবনধারার সঙ্গে ভবিষ্যতের জীবনযাপনের অনেকটাই পরিবর্তন হবে।

গবেষকদলের মতে, বিশ্বজুড়েই মানুষের আয়ু বাড়বে। পুরুষদের গড় আয়ু ৭১ দশমিক এক থেকে ৭৬ দশমিক দুই হবে ও নারীদের গড় আয়ু ৭৬ দশমিক দুই থেকে ৮০ দশমিক পাঁচ হবে।

গবেষকরা আরও বলেছেন, মানুষের স্বাস্থ্যের জন্য যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার ফলেই আয়ু বাড়বে। কোভিড ১৯, সংক্রামক রোগ, মাতৃত্বকালীন রোগ, বাচ্চাদের রোগ, অপুষ্টিজনিত সমস্যা কাটানোর জন্য নেওয়া উদ্য়োগের ফলে আগামী তিন দশকে মানুষের গড় আয়ু বেড়ে যাবে বলে গবেষকরা মনে করছেন।

গবেষকরা এটাও দেখেছেন, ২০০০ সাল থেকে উচ্চ রক্তচাপ, সুগার, মোটা হওয়ার প্রবণতা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। বায়ুদূষণ, ধূমপানের প্রভাব মানুষের স্বাস্থ্যের ওপর পড়ছে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ