17 C
আবহাওয়া
১২:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নিখোঁজের ২ দিন পর কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২ দিন পর কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার


বিএনএ, কর্ণফুলী: নিখোঁজের দুদিন পর কর্ণফুলী নদীতে নিখোঁজ মো. শফি (৩৫) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাবাজার ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক।

নিখোঁজ মোহাম্মদ শফি কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার লেইঙ্গা গোষ্ঠী বাড়ির কোরবান আলীর ছেলে।

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মো. ফরিদ জুয়েল বলেন, ‘পরিবারের লোকজন সকালে জানিয়েছেন নিখোঁজ শফির লাশ পাওয়া গেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ দাফনের প্রক্রিয়া চলছে।’

গত ১৫ মে দুপুর ২টায় কর্ণফুলী নদীতে থাকা এফভি মায়া ৩ নামক জাহাজে মাছ আনলোড করার সময় অসতর্কতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন মো. শফি।

পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সন্ধান মেলেনি। ৪৮ ঘন্টা পর আজ সকালে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক জানান, ‘বাংলাবাজার ঘাট থেকে সকালে নিখোঁজ শফির লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিএনএনিউজ২৪ডটকম/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ