16 C
আবহাওয়া
৬:১২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » তাপপ্রবাহ থাকতে পারে আরো দুই দিন

তাপপ্রবাহ থাকতে পারে আরো দুই দিন

তাপপ্রবাহ

বিএনএ ডেস্ক: সারা দেশে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। ফলে তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে সব বিভাগেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ‌ শুক্রবার‌ এবং শনিবার‌ও এই তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে। রোববার থেকে বৃষ্টি বেড়ে আবার তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সারা দেশেই তাপপ্রবাহ ছিল। শুক্রবার বৃষ্টিপাতের এলাকা কিছুটা বাড়তে পারে। তবে তা তাপমাত্রায় তেমন প্রভাব ফেলবে না।’

মনোয়ার হোসেন বলেন, ১৯ মে রোববার থেকে বৃষ্টিপাত বাড়বে। এদিন দেশের কিছু অঞ্চল থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সোমবার সারা দেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। এদিন মোটামুটি সারা দেশ থেকেই তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে। মাসের শেষের দিকে বৃষ্টিপাত কমে আবার তাপপ্রবাহ ফিরে আসার ক্ষীণ আশঙ্কা রয়েছে।

আগের দিন চট্টগ্রাম বিভাগের কিছু জেলা ছাড়া প্রায় সারা দেশেই তাপপ্রবাহ ছিল। তবে গতকাল বৃহস্পতিবার তা সারা দেশেই ছড়িয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সব বিভাগের ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে গেছে। আগের দিনের তুলনায় গতকাল সারা দেশে তাপমাত্রা গড়ে ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দিনাজপুর, নীলফামারী ও কুড়িগ্রামেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় বেড়েছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস।

বিএনএনিউজ২৪/ এমএইচ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ