27 C
আবহাওয়া
১২:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ভারত থেকে জোর করে রোহিঙ্গারা ঢুকছে বাংলাদেশে: পররাষ্ট্রমন্ত্রী

ভারত থেকে জোর করে রোহিঙ্গারা ঢুকছে বাংলাদেশে: পররাষ্ট্রমন্ত্রী

ভারতে সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ ডেস্ক: ভারত থেকে জোর করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। এ ঘটনায় ঢাকা উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি মাসের শেষে ভারতের গোহাটিতে নদী সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে। পরে দিল্লিতে রয়েছে দ্বিপাক্ষিক বৈঠক। সেখানে উভয় দেশের ইস্যুগুলো নিয়ে কথা হবে বলে জানান তিনি।

এদিকে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরারাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানান, আগামী ৩০ মে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জেসিসি বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ